রংপুরে জাতীয় আদিবাসী পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ৬ নভেম্বর ২০১৬ তারিখে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ- বাগদা ফার্মের আদিবাসী ও বাঙ্গালিদের উপর রংপুর চিনিকল ও পুলিশের হামলা মামলা, লুটপাট, খুন, উচ্ছেদ, অগ্নিসংযোগের মতো বর্বরোচিত ঘটনার বর্তমান পরিস্থিতির আলোকে সংবাদ সম্মেলন সুমি কমিউনিটি সেন্টার নিউক্রস রোড়, রংপুরে ৭ জানুয়ারী ২০১৭ ইং, রোজ শনিবার সময় সকাল ১১.৩০ টার অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, রংপুর জেলা কমিটির সভাপতি এ্যাড.মনিলাল দাস, সাহেবগঞ্জ – বাগদাফামের্র ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহ-সভাপতি ফিলিমন বাস্কে।
সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটির্র রংপুর জেলা সাধারণ সম্পাদক অধক্ষ্য নজরুল ইসলাম হক্কানী, জাতীয় আদিবাসী পরিষদেরর উপদেষ্টা অশোক সরকার, সিপিবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য সাহাদত হোসেন, বাসদ রংপুর জেলা সমন্ময়ক আব্দুল কুদ্দুস, বাসদ গাইবান্ধা নেতা প্রবীর চক্রবর্তী, মানবাধিকার কর্মী আনিক আসাদ, সারা মারান্ডী।
সংবাদ সম্মেলন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ কামনা করেন। আগামী ১৫ জানুয়ারী ২০১৭ রংপুরে এবং ১৭ জানুয়ারী ২০১৭ রাজশাহী বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠীত হবে। এখন সাওতাল ও বাঙ্গালিরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
লিখিত বক্তব্যে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, ৭ জানুয়ারি ২০১৭ তারিখে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষনা করেছিলাম কিন্তু স্থানীয় প্রশাসন উন্নয়ন মেলা অনুষ্ঠানের কথা বলে মাঠ বরাদ্দ প্রদানে অস্বীকৃতি জানান। অথচ এ ব্যাপারে আমরা ১১ ডিসেম্বর ২০১৬ তারিখে জেলা প্রশাসক, রংপুর বরাবরে আবেদন করা হয়েছিল।