জাতীয় হাজং সম্মেলন উদযাপনের আয়োজন চলছে
সোহেল হাজংঃ দেশের হাজং আদিবাসী জাতিগোষ্ঠীর জাতীয় সংগঠন “বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন”-এর ৫ম জাতীয় হাজং সম্মেলন আগামী ৯-১০মার্চ শুক্র ও শনিবার, ২০১৮ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ঘিলাগড়া নামক সীমান্তবর্তী হাজং গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে বলা হচ্ছে এবার দেশের চারটি জেলা-সুনামগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর থেকে প্রায় একহাজার হাজং জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র-যুব, সংগঠক, নারী, গাঁওবুড়া, পেশাজীবী ও শিল্পীগোষ্ঠীসহ সমাজের সর্বস্তরের মানুষ এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সুনামগঞ্জ জেলার ঘিলাগড়া গ্রামে সম্মেলন আয়োজনের সকল প্রকার প্রস্তুতির কাজ চলছে।
আগামী ৯ মার্চ সম্মেলনের প্রথম দিন সকাল ১১টায় সম্মেলনে উদ্বোধনী ঘোষণা করবেন হাজংমাতা রাশিমণি কল্যাণ পরিষদ-এর সভাপতি শ্রী মতিলাল হাজং। ঐদিন বিকেল ৩টার সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, এমপি, সুনামগঞ্জ ১। ১০ মার্চ শনিবার, দ্বিতীয় দিনের (১১টা) আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব নুরুল হুদা মুকুট। সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন-এর কেন্দ্রীয় সভাপতি শ্রী খগেন্দ্র হাজং টকলেগাঁও। এছাড়াও দুই দিনের এ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, শিক্ষক, লেখক, গবেষক, উন্নয়নকর্মী, সাংস্কৃতিককর্মী, মানবাধিকারকর্মী, আদিবাসী সংগঠক ও সাংবাদিকগণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনে একটি বৈচিত্র্যময় আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশন ছাড়াও সংগঠনের মুখপত্র ‘হারকন’ প্রকাশিত হবে। সম্মেলনের দ্বিতীয় দিন বিকেলে সংগঠনের পক্ষ থেকে ‘সমাজসেবা’, ‘বীরত্ব’ ও ‘বিপ্লবী নারী’ এই তিনটি বিষয়ের ওপর ‘জাতীয় হাজং সম্মাননা ২০১৮’ প্রদান করা হবে।