জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ১৯ তম অধিবেশন স্থগিত
বিশেষ প্রতিবেদন: বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ১৯ তম অধিবেশন স্থগিত করেছে আদিবাসী বিষয়ক জাতিসংঘের স্থায়ী ফোরাম। গত ৫ মার্চ জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের চেয়ারপারসন অ্যাননি নুওরগাম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আগামী ১৩-১৪ এপ্রিল ২০২০ সালে জাতিসংঘের আদিবাসি বিষয়ক স্থায়ী ফোরামের ১৯ তম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু করোনা ভাইরাসের চলমান প্রাদুর্ভাবের কারণে পরবর্তী সময় নির্ধারণের পূর্ব পর্যন্ত তারা এ অধিবেশন স্থগিত করছে।
এছাড়া উক্ত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের অধিবেশনে প্রতিবছর বিভিন্ন দেশ থেকে আদিবাসী প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি সহ বিশাল জনসমাগম ঘটে। সে বিবেচনায় আদিবাসী অধ্যুষিত অনেক দেশেই এখন কোভিড-১৯ এর প্রাদুর্ভাব দেখা দেওয়াই সম্ভাব্য ঝুঁকি এড়ানোর জন্য আদিবাসী বিষয়ক জাতিসংঘের স্থায়ী ফোরাম এ সিদ্ধান্ত নিয়েছে। পরিস্তিতি বিবেচনায় আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম বার্ষিক এই অধিবেশন আহ্বানে বিকল্প সময় ও ভেন্যু নির্ধারণ করবে বলেও উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।