জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ১৭তম অধিবেশন চলছে
গত ১৬ এপ্রিল ২০১৮ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হওয়া জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ১৭তম অধিবেশনে যোগদান করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)-র তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা। এছাড়া এই অধিবেশনে বাংলাদেশ থেকে আরও যোগদান করেছেন জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের সাবেক বিশেষজ্ঞ সদস্য ও পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেল চীফ রাজা দেবাশীষ রায়, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের প্রতিনিধি সমরজিৎ সিনহা, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের প্রতিনিধি লিনা জে লুসাই, রাণী ইয়ান ইয়ান ও পিসিজেএসএস’র প্রতিনিধি অগাস্টিনা চাকমা। সারা বিশ্বের আদিবাসী জাতিগোষ্ঠী, জাতিসংঘের সদস্য রাষ্ট্র, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, শিক্ষক-গবেষক, মানবাধিকার সংগঠনের প্রায় ১২০০ প্রতিনিধি এই অধিবেশনে যোগদান করছেন। আগামী ২৮ এপ্রিল ২০১৮ পর্যন্ত এই অধিবেশন চলবে।