আঞ্চলিক সংবাদ

জমির দখল নিতে শ্রীমঙ্গলে সাঁওতাল পরিবারে হামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমির দখল নিতে ওই জমিতে বসরবাসরত এক সাঁওতাল পরিবারের সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা রতিশ সাঁওতালের বাড়িতে এ হামলা চালানো হয়। হামলায় রতিশ সাঁওতালের স্ত্রী নিয়তি সাঁওতাল (৩৫), মেয়ে সুমি সাঁওতাল (১৭) ও বেলা সাঁওতাল (১৪) আহত হন। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রতিশ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবাশশেরুল ইসলাম সংবাদ মাধ্যমকে তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

রতিশ সাঁওতালের অভিযোগ, তিন পুরুষ ধরে তারা ওই জমিতে (৩০ শতক) বসবাস করে আসছেন। কিন্তু ওই জমির দখল নেওয়ার চেষ্টা করে আসছিলেন মতিন মিয়া। তিনিইস্থানীয় আরও কয়েকজনকে নিয়ে হামলা করেন রতিশের বাড়িতে।

রতিশ সাঁওতাল বলেন, ‘(বৃহস্পতিবার) সকালের দিকেই মতিন মিয়া, আলাই মিয়া, মুহিন মিয়া, শুকুর মিয়া, ফরিদ মিয়া, শহীদ মিয়াসহ অজ্ঞাত আরও ২০-৩০ জন সংঘবদ্ধভাবে আমার বাড়িতে হামলা চালায়। এতে আমার স্ত্রী ও দুই মেয়ে আহত হয়েছে। পরে খবর পেয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায় ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নজরুল পুলিশ নিয়ে আসেন।’

Back to top button