জাতীয়

জনগণই সরকারকে দাঁত ভাঙ্গা জবাব দিবেঃ দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স

আইপিনিউজ ডেক্স(ঢাকা): সরকারকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে,ভোজ্যতেলসহ নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে সিপিবি ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সপ্তাহে আজ ১৬ মার্চ রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল এবং এর আশেপাশের এলাকায় বিভিন্ন পথসভা, হাটসভা, পদযাত্রা ও গণসংযোগে অংশগ্রণ শেষে এক সমাবেশে এ আহ্বান জানান তিনি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ নেতাকর্মীরা আজ টাউনহল বাজারে একাধিক পথসভাসহ পদযাত্রায় অংশ নেন এবং ২৮ মার্চ হরতালের সমর্থনে গণসংযোগ করেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, কম আয়ের সাড়ে তিন কোটি মানুষকে তেল,চাল,ডাল,চিনি,ছোলা,ডিটারজেন্টসহ অন্তত ৯ টি নিত্যপণ্য পৌঁছাতে হবে। সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়াতে হবে এবং দূর্নীতি মুক্ত ভাবে প্রকৃত জনগোষ্ঠীর কাছে এসব পণ্য পৌঁছানোর দাবিও জানান তিনি। এছাড়া সরকারের ব্যর্থতার প্রতিবাদে আগামী ২৮ মার্চ দেশব্যাপী অর্ধ দিবস হরতাল পালনের আহ্বান জানান এই নেতা।
সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স আরো বলেন, লুটেরাদের পাহারাদার এই অগণতান্ত্রিক সরকারকে জনগণ দাঁত ভাঙ্গা জবাব দিবে আগামী ২৮ তারিখ হরতাল পালন করার মধ্য দিয়ে।
এসব সভায় বক্তব্য রাখেন ঢাকা উত্তরের সম্পাদকমন্ডলীর সদস্য মোতালেব হোসেন, মোসলেহ উদ্দিন, ফেরদৌস আহমেদ উজ্জল, মোহাম্মদপুর থানার সভাপতি মোঃ জয়নাল, আশিকুল ইসলাম জুয়েল, লাকী আক্তার, জাহিদুল ইসলাম সজীব, আহমেদ তালাত তাহজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Back to top button