জাতীয়
চুক্তির ১৯ তম বর্ষপূর্তি উপলক্ষে জেএসএস-এর সংবাদ সম্মেলন চলছে
নিজস্ব প্রতিবেদক, ৩০ নভেম্বর, ঢাকাঃ পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জনসংহতি সমিতির সংবাদ সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করছেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্ত লারমা। সঞ্চালনায় রয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা। বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং,আইইডি নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খায়রুল ইসলাম চৌধুরী রূপম সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ আদিবাসী ফোরাম, পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, চানচিয়ার নেতৃবৃন্দও সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন।