আন্তর্জাতিক

চীনের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম প্রকাশ

সপ্তাহব্যাপী কংগ্রেস শেষ হওয়ার পর চীনের সর্বোচ্চ ক্ষমতাধারী পরিষদ কমিউনিস্ট পাটির পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে।
গত বুধবার এ কমিটির সাত সদস্যের নাম নিশ্চিত করা হয় বলে জানিয়েছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

এরা হলেন শি জিনপিং, লি কেকিয়াং, লি ঝানশু, ওয়াং ইয়াং, ওয়াং হুনিং, ঝাও লেজি এবং হান ঝেং।

তবে শি এর পর পার্টির শীর্ষ পদে আসবেন এমন কোনো উত্তরাধিকারী মনোনীত করা হয়নি।

শি ছাড়া পলিটব্যুরোর বিগত স্ট্যান্ডিং কমিটির সদস্যদের মধ্যে একমাত্র লি কেকিয়াং বর্তমান কমিটিতে আছেন। এরা দুজন ছাড়া আর পাঁচজনই নতুন।

লি ঝানশু, ওয়াং ইয়াং, ওয়াং হুনিং, ঝাও লেজি এবং হান ঝেং, স্ট্যান্ডিং কমিটির নতুন সদস্য। স্ট্যান্ডিং কমিটি থেকে যে পাঁচ সদস্য অবসর নিয়েছেন তাদের মধ্যে শি-র প্রধান সহযোগী দুর্নীতি দমন বিভাগের প্রধান ওয়াং ছিশ্যানও রয়েছেন।

বর্তমান স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সবার বয়স ৬০ এর কোঠায় এবং প্রথমবারের মতো তাদের কারো জন্মই ১৯৪৯ সালের কমিউনিস্ট বিপ্লবের আগে হয়নি।

পার্টির শীর্ষ সদস্যদের রুদ্ধদ্বার ভোটে এই কমিটি নির্বাচিত হয়েছে।

Back to top button