চলে গেলেন বান্দরবান বোমাং সার্কেলের সহধর্মিণী
বান্দরবান বোমাং সার্কেলের ১৬তম প্রয়াত রাজা ক্যসাই প্রু (কে এস প্রু) চৌধুরী’র সহধর্মিণী রাণী ড. এ সাং পরলোক গমন করেছেন। শনিবার দুপুরে ঘুমন্ত অবস্থায় পরলোক গমন করেন বলে পরিবার সূত্র জানায়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে ৫ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন।
তাঁর মৃতুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীর ভাবে শোকাহত হয়েছেন।
শনিবার বান্দরবান জেলা বিএনপির নবাগত সভাপতি মাম্যাচিং মারমা, সিনিয়ার সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাধারণ সম্পাদক জাবেদ রেজাসহ সদ্য অনুমোদন পাওয়া বিএনপির কমিটির নেতৃবৃন্দ তাঁর মরদেহে পুস্প অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান ।
উল্লেখ্য প্রয়াত ১৬তম বোমাংগ্রি ক্য সাই (কেএস) প্রু চৌধুরী ১৯৯১ সালে ধানের শীষের প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে প্রার্থী হন। পরে বান্দরবান জেলা আওয়ামীলীগে যোগদান করেন।