চলে গেলেন কবিতা হাজং
সোহেল হাজংঃ ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিরতরে পৃথিবীর মায়া ছাড়লেন নারী সংগঠক কবিতা হাজং (৪৭)। দীর্ঘদিন ধরে তিনি মস্তিস্কের টিউমার অসুখে ভোগছিলেন। গত ১৩ ফেব্রুয়ারি তাঁর অবস্থা গুরুতর হলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আনা হয়। সেখানে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলাধীন মিস. কবিতা হাজং সকলের কাছে কবিতা’দি নামেই জনপ্রিয়। ব্যক্তিগত জীবনে তিনি দীর্ঘদিন ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশ এবং পরে হাজংমাতা রাশিমণি কল্যাণ পরিষদে চাকরি করেছেন। তিনি বাংলাদেশ ইন্ডিজেনাস নারী নেটওয়ার্ক এবং জাতীয় হাজং নারী সংগঠন-এর সক্রিয় সদস্য ছিলেন। দূরারোগ্য ব্যাধিতে সকলকে অবাক করে অকালেই চলে যেতে হলো কবিতাদিকে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ইন্ডিজেনাস নারী নেটওয়ার্ক, জাতীয় হাজং সংগঠন, তাঁর সহকর্মী, পরিবার ও আত্মীয় স্বজন ছাড়াও বিভিন্ন শ্রেণির মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।