অন্যান্য

চন্দনাইশে ওসমান আরা নার্সিং কলেজের আদিবাসী শিক্ষার্থীদের হল ত্যাগ

চন্দনাইশ কাঞ্চননগর (বিদ্যানগর) এলাকায় বিজিসি ট্রাস্ট কতৃক পরিচালিত ওসমান আরা নার্সিং কলেজের আদিবাসী শিক্ষার্থীরা বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) হল ত্যাগ করেছে হামলার ভয়ে। জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী কাঞ্চননগর বিদ্যানগর এলাকায় বিজিসি ট্রাস্ট কতৃক পরিচালিত ওসমান আরা নার্সিং কলেজের প্রায় ১’শ শিক্ষার্থী হল ত্যাগ করেছে। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হামলা হওয়ায় ওসমান আরা নার্সিং কলেজের শিক্ষার্থীরা আতংকে রয়েছে। এ ব্যাপারে গত ১৩ সেপ্টেম্বর দুপুরে কলেজ অধ্যক্ষ ফেরদৌস আরা বেগমের সাথে ১ম, ২য়, ৩য় বর্ষের আদিবাসী শিক্ষার্থীরা বৈঠক করে। এসময় তারা তাদের উপর হামলার আশংকা করে অধ্যক্ষের সাথে আলাপ আলোচনায় মিলিত হন।
এ বিষয়ে অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন বলে জানান। তবে শিক্ষার্থীরা এতেও নিরাপদ মনে না করে গত বৃহস্পতিবার সকালে হল ত্যাগ করে। এব্যাপারে অধ্যক্ষ ফেরদৌস আরা বলেছেন, বর্তমানে তার নার্সিং কলেজে দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৭০/৮০জন শিক্ষার্থী আদিবাসী, যারা বান্দরবন,কক্সবাজার, রামু, রাঙ্গামাটি, খাগড়াছড়ির অধিবাসী। এদের মধ্যে চাকমা,মারমা, রাখাইন, ত্রিপুরা আদিবাসী রয়েছে।

Back to top button