আঞ্চলিক সংবাদ
ঘিলাছড়িতে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ট্রাকের ধাক্কায় রিন্টু চাকমা জেমস (৪৪) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার ৩নং ঘিলাছড়ি ইউনিয়নের খাচাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিন্টু চাকমা তার গ্রামের বাড়ি খাচাছড়া এলাকা থেকে মোটরসাইকেলে করে মূল সড়কে উঠছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইট বোঝায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ গণমাধ্যমকে জানান, নিহত রিন্টু চাকমার মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।