জাতীয়

গোবিন্দগঞ্জে বিশাল কৃষক-ক্ষেতমজুর-আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত

সূভাষ চন্দ্র হেমব্রম; রাজশাহীঃ ৩০ জুন ২০১৬, বৃহস্পতিবার মহান সাওঁতাল হুলের ১৬১ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে এক বিশাল কৃষক-ক্ষেতমজুর-আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, গোবিন্দগঞ্জ আদিবাসী ফেডারেশন ও পারগানা পরিষদ এই জনসভার আয়োজন করে।
সমাবেশের দাবী ছিল- সাহেবগঞ্জ-বাগদাফার্মের বাপ-দাদার জমি কেড়ে নিতে দিব না। বাপ-দাদার জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার নতুন ষড়যন্ত্র জীবন দিয়ে রুখবো। আদিবাসীদের উপর জুলুম-নির্যাতন, হত্যা, ধর্ষণ, ভূমি দখল, উচ্ছেদ এর বিরুদ্ধে রুখে দাড়াও।
123456
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন‌নেতা পঙ্কজ ভট্টাচার্য, সভাপ‌তি, ঐক্যন্যাপ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ স‌রেন, সভাপ‌তি, জাতীয় আদিবাসী প‌রিষদ, কেন্দ্রীয় ক‌মি‌টি। এছাড়া আরও উপস্থিত ছিলেন সবিন চন্দ্র মুন্ডা, সাধারণ সম্পাদক, জাতীয় আ‌দিবাসী প‌রিষদ, কেন্দ্রীয় ক‌মি‌টি। দীপায়ন খীসা, কেন্দ্রীয় নেতা, পার্বত্য চট্টগ্রাম জনসংহ‌তি স‌মি‌তি। শাহজাহান আলী প্রধ‌ান, সাধারণ সম্পাদক, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। ‌‌জোয়া‌কিম খাল‌কো, সাধারণ সম্পাদক, জাতীয় আ‌দিবাসী প‌রিষদ, রংপুর জেলা। সু‌মিলা টুডু, সভাপ‌তি, জাতীয় আ‌দিবাসী প‌রিষদ, রাজশাহী মহানগর শাখা। সূভাষ চন্দ্র হেমব্রম, দপ্তর সম্পাদক, জাতীয় আ‌দিবাসী প‌রিষদ, কেন্দ্রীয় ক‌মি‌টি। বিভূতী ভুষণ মাহা‌তো, সভাপতি, আ‌দিবাসী ছাত্র প‌রিষদ, কেন্দ্রীয় ক‌মি‌টি। সমাবেশ প‌রিচালনা ক‌রেন শিপন র‌বিদাস, সাংগঠ‌নিক সম্পাদক, আ‌দিব‌াসী ছাত্র প‌রিষদ, কেন্দ্রীয় ক‌মি‌টি। জনসভার সভাপ‌তিত্ব করেন ডা: ফি‌লি‌মিন বা‌স্কে, সহ-সভাপ‌তি, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও সাধারণ সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ, গাইবান্ধা জেলা।

Back to top button