গোদাগাড়ী আদিবাসী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
জাতীয় আদিবাসী পরিষদ গোদাগাড়ী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে সম্মেলনে সভাপতিত্ব করেন গোদাগাড়ী আদিবাসী পরিষদের সভাপতি নন্দলাল টুডু।
প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ও আদিবাসি পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম পিয়ারুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী আদিবাসী পরিষদের সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, সাধারণ সম্পাদক সুশেন কুমার স্যাদোয়ার, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গনেশ মার্ডি, স্থানীয় আদিবাসী নেতা রবিন হেমব্রম, উত্তম খালকো, গোলেনুর রানী, জলিতা কিস্কু, মাইদল টুডু, লুকাশ মারান্ডী প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, আদিবাসীদের ঐক্য ভাবে নিজেদের অধিকার আদায় করতে হবে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে রবিন্দ্র হেমব্রমকে সভাপতি, সোনাবাবু হেমব্রমকে সাধারণ সম্পাদক ও নেপাল লাকড়াকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট গোদাগাড়ী আদিবাসী পরিষদের কমিটি গঠন করা হয়।