অন্যান্য

গির্জার ফাদারকে ‘অপহরণ’, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঢাকার একটি গির্জার ফাদারকে অপহরণের অভিযোগে গাজীপুরের টঙ্গী থেকে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শামস কবির সৌরভ (২৫) টঙ্গী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি টঙ্গীর মরকুন এলাকার গোলাম কবিরের ছেলে।

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ঢাকার কাকরাইলের গির্জার ফাদার শিশির গ্যাগারিওকে অপহরণের অভিযোগে সোমবার রাতে তাকে টঙ্গীর পাগার এলাকা থেকে আটক করা হয়।

শিশিরের বোন টঙ্গীর পাগার এলাকার একটি গির্জায় থাকেন জানিয়ে ওসি ফিরোজ বলেন, অপহরণকারীরা শিশিরকে ফোন করে জানায়, তার বোন গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে আছে।

“শিশির মোটরসাইকেলে করে সন্ধ্যায় পাগার এলাকায় পৌঁছালে তারা তাকে ধরে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। পরে তার মোবাইল ফোন থেকে ফোন করে স্বজনদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলে অভিযোগ। এ সময় শিশিরের চিৎকার শুনে এলাকাবাসী থানায় খবর দেয়।”

পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সৌরভকে আটক ও শিশিরকে উদ্ধার করে বলে জানান ওসি ফিরোজ।

এ ঘটনায় শিশির চারজনের নাম উলেখসহ অজ্ঞাত আরও আরও চার-পাঁচজনের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা করেছেন বলেও তিনি জানান।

টঙ্গী কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর বলেন, কারও অপকর্মের দায় নেবে না ছাত্রলীগ। সৌরভ অপহরণ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button