গাড়ীতে হামলাঃ সাতকানিয়ায় বৌদ্ধ ভিক্ষু আহত
চট্টগ্রামের সাতকানিয়া থানার কেরানিহাটের জাফর আহম্মদ কলেজের কাছে বৌদ্ধ ভিক্ষু বহণকারী গাড়ীতে হামলা হয়েছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে একজন বৌদ্ধ ভিক্ষু ও গাড়ীর চালক গুরুতর আহত হয়েছে। গতকাল ২৯ অক্টোবর রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
হামলার শিকার প্রজ্ঞাকরুণা ভিক্ষু সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া থানাধীন ঘাটচেক ধর্মামৃত বিহারের কঠিন চীবর দান শেষে ফেরার পথে সাতকানিয়া থানাধীন কেরানিহাটের জাফর আহম্মদ কলেজের কাছাকাছি পৌছলে প্রথমে কয়েকজন তাদের গাড়ির গতিরোধ করার চেষ্টা করেন। দুর্বৃত্তরা গাড়ির দিকে ধারালো কিরিচ ছুড়ে মারলে বিকট শব্দ হয়। তারপর গাড়ি থামান তারা। সাথে সাথে কয়েক জন লোক গালিগালাজ করতে করতে তার উপর ঝাপিয়ে পড়ার চেষ্টা করেন। তখন গাড়ির চালক আব্বু বড়ুয়া তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আব্বু বড়ুয়াকে প্রচন্ড মারধর করেন। মুহূর্তের মধ্যে তাদের সংখ্যা বাড়তে থাকে। সবমিলে ১০-১৫ জন লোক ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালান। হামলায় প্রজ্ঞাকরুণা ভিক্ষু এবং চালক আব্বু বড়ুয়া জখমপ্রাপ্ত হন। দুর্বৃত্তদের হাতে কিরিচ জাতীয় ধারালো অস্ত্র ছিল বলে জানান প্রজ্ঞাকরুণা ভিক্ষু।
দুর্বৃত্তরা এসময় চারটি মোবাইল সেটসহ সাথে থাকা টাকা এবং অন্যান্য জিনিসপত্র লুট করে।
তথ্যসূত্রঃ দি বুড্ডিস্ট টাইমস