আঞ্চলিক সংবাদ
গারো তরুণীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মধুপুরে মানববন্ধন
গত ২৫ শে অক্টোবর বাড্ডায় গারো তরুণী ধর্ষিত হওয়ার ঘটনায় ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস); মধুপুর থানা শাখা। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, আইপিডিএস, টিডব্লিউ, আচিক মিচিক সোসাইটি এবং গাসু। ১ লা নভেম্বর মধুপুরের টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের পচিশমাইল বাজারে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে উপস্থিত ছিলেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদেড় চেয়ারম্যান ইউজিন নকরেক, TW চেয়ারম্যান উইলিয়াম দাজেল ও IPDS এর প্রোগ্রাম অফিসার মিঠুন জাম্বিল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবী জানান।