গানে গানে প্রতিবাদ সমাবেশ
আদিবাসী গানের দল মাদলের আয়োজনে ২৪ নভেম্বর ২০১৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সাহেবগঞ্জ বাগদাফার্মে সাঁওতাল আদিবাসীদের উপর গুলিবর্ষণ, হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও উচ্ছেদের বিরুদ্ধে গানে গানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ব্যান্ড তারকা মাকসুদ, বিশিষ্ট সঙ্গীতশিল্পী কাজী কৃষ্ণকলি, উদীচী শিল্পী গোষ্ঠী মিরপুর সংসদ, সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গন, সাংস্কৃতিক ইউনিয়ন, মাভৈ, চিৎকার এবং আয়োজক দল মাদল গানে গানে তাদের প্রতিবাদ উচ্চারণ করেন। গানের মাধ্যমে শিল্পীরা সাঁওতাল আদিবাসীদের উপর গুলিবর্ষণ, হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও উচ্ছেদের বিরুদ্ধে সকলকে এ লড়াইয়ে সমন্বিত ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
গানের ফাঁকে ফাঁকে আলোচনায় অংশ নেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি, কফিল আহমেদ, ব্যান্ড তারকা মাকসুদ। আলোচকবৃন্দ অবিলম্বে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সাহেবগঞ্জ বাগদাফার্মে সাঁওতাল আদিবাসীদের উপর গুলিবর্ষণ, হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও উচ্ছেদের বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, সুষ্ঠু বিচার ও আদিবাসীদের মাঝে তাদের জমি ফিরিয়ে দেয়ার মাধ্যমে দেশে যে আইনের শাসন আছে কি না তা সরকারকে প্রমান করতে হবে। আলোচকবৃন্দ দাবি করেন, হামলায় ক্ষতিগ্রস্ত সকল পরিবাকে যথাযথ ক্ষতিপুরণ ও হাইকোর্টের রায় অনুযায়ী আক্রান্ত আদীবাসী-বাঙালীদের ধানসহ সকল ফসল অবিলম্বে কেটে নতুন ফসল ফলানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্যসচিব তারিক হোসেন মিঠুল, আদিবাসী ফোরামের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দীপায়ন খীসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খাইরুল ইসলামসহ নাগরিকসমাজের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন শ্রেণিপেশা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।