জাতীয়

গাইবান্ধায় সাঁওতাল পল্লিতে হামলার আসামী শ্রমিক সর্দার রুহুলকে জেলহাজতে প্রেরণ

নিজস্ব সংবাদদাতাঃ গাইবান্ধায় সাঁওতাল পল্লিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার মামলার চিনিকলের শ্রমিক সর্দার রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পিবিআই। আজ বুধবার রুহুল আমিনকে আদালতে তোলা হলে তাকে জেলা হাজাতে প্রেরণ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জের মাদারপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআই গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন মিয়া।
রুহুল আমিন (৩৩) মহিমাগঞ্জ চিনিকলের শ্রমিক সর্দার। গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুরপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে তিনি ।
অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে বলেন, সাঁওতাল পল্লিতে হামলায় ও অগ্নিসংযোগের ঘটনার থমাস হেমরনের করা মামলার আসামি রুহুল আমিন।
“প্রাথমিক তদন্তে ওই ঘটনায় রুহুলের জড়িত থাকার প্রমাণ মিলেছে। ঘটনার পরে রুহুল নিজে এবং লেবারদের দিয়ে বিভিন্নভাবে সাঁওতালদের উপর অত্যাচার-নির্যাতন করে চলছেন। এ সব ঘটনায় রুহুলের থানায় বেশ কয়েকটি সাধারণ ডায়েরি করেছেন সাঁওতালরা।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার তাকে গোবিন্দগঞ্জ আদালতে তোলা হয়। আদালত জামিন না মঞ্জুর করে আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Back to top button