গাইবান্ধায় জঙ্গী সন্ত্রাস প্রতিরোধে ৪ কিঃমিঃ মানববন্ধন
সূভাষ চন্দ্র হেমব্রম; রাজশাহীঃ জাতীয় আদিবাসী পরিষদ গাইবান্ধা জেলা কমিটি ও সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে জঙ্গী ও সন্ত্রাসীর বিরুদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোল দাবীতে মানবন্ধন কর্মসূচী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের কাটামোড় থেকে চারাবট গাছ মোড় পর্যন্ত মোট ৪ কিঃমিঃ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী। বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম, গণেশ মুরমু, সুফল হেমব্রম, রেজাউল করিম মাস্টার প্রমূখ্য।
বক্তরা বলেন, সারাদেশ জঙ্গীবাদ সন্ত্রাস বন্ধের দাবী জানাই।মানববন্ধন কর্মসূচীতে প্রায় দুই হাজার আদিবাসী- বাঙ্গালী অংশ গ্রহন করে।