আঞ্চলিক সংবাদ

গাইবান্ধায় আদিবাসী যুব মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব পালন

“অধিকার ও সংস্কৃতি রক্ষায়, আদিবাসী-বাঙালি যুব মিলি একতায়” এই শ্লোগান নিয়ে গত শনিবার আদিবাসী ও বাঙালির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় র‌্যালি, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, রবীন্দ্র সংগীত পরিবেশন, আলোচনা সভা, সাঁওতাল আদিবাসীদের নিজস্ব ভাষায় সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। আদিবাসীর জাতীয় উন্নয়ন কর্মকান্ডের মূল স্রোতধারায় অংশগ্রহণ এবং গাইবান্ধা জেলায় আদিবাসী জনগোষ্ঠীর সমস্যাসমূহ চিহ্নিত ও সমস্যাসমূহ থেকে উত্তরণের কর্মকৌশল প্রণয়ন এবং আদিবাসীদের সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে ইউএনডিপি-হিউম্যান রাইটস প্রোগ্রামের সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা অবলম্বন এর আয়োজনে এই মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। আলোচনা পর্বের সময়ে আদিবাসীদের বিভিন্ন অধিকার ভিত্তিক দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক বরাবরে হস্তান্তর করা হয়।

র‌্যালি সমাপ্ত হবার পর গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আদিবাসী যুব মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব কমিটির আহবায়ক প্রিসিলা মুর্মু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান হাই কমিশনের সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী। অবলম্বন সংস্থার নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী স্বাগত বক্তব্য ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক ডেপুটি হাই কমিশনার সালাম আজাদ, সাদুল্যাপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক জহুরুল কাইয়ুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া ইউয়িনের আদিবাসী যুব প্লাট ফর্মের সভাপতি তেরেসা সরেন।

Back to top button