আঞ্চলিক সংবাদ

গাইবান্ধায় আদিবাসীদের উপর পু‌লি‌শি হয়রা‌নি বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী‌তে মানববন্ধন

জনউ‌দ্যোগ ও আ‌দিবাসী ছাত্র প‌রিষদ গাইবান্ধা জেলার উ‌দ্যো‌গে ১৬ জুলাই বেলা ১১ টায় গাইবান্ধা সদ‌রে ২নং রেল‌গে‌টে “আদিবাসীদের উপর পু‌লি‌শি হয়রা‌নি বন্ধ কর, মিথ্যা মামলা প্রত্যাহার কর, বাপ-দাদার জ‌মি আ‌দিবাসী ও ভূ‌মিহীন‌দের ফের‌তের দাবী‌তে” মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

মানববন্ধ‌নে সভাপ‌তিত্ব ক‌রেন জনউ‌দ্যোগ গাইবান্ধার ফে‌লো প্র‌বীর চক্রবর্তী। বক্তব্য রা‌খেন, বাংলা‌দে‌শের সমাজতা‌ন্ত্রিক দল-বাসদ গাইবান্ধা জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, জেএস‌ডি গাইবান্ধা জেলা সভাপ‌তি লা‌সেন খান রিন্টু, বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক রিতু প্রসাদ, আ‌দিবাসী ছাত্র প‌রিষ‌দের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক সু‌মিতা র‌বিদাস, ঘোড়াঘাট থানার আ‌দিবাসী স‌মি‌তির সভাপ‌তি ইন্দ্র‌মোহন মা‌র্ডি, বাংলা‌দেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য প‌রিষদ ঘোড়াঘাট থানার সাধারণ সম্পাদক মা‌থিয়াস মার্ডী প্রমূখ।

মানববন্ধন সমা‌বে‌শে বক্তারা, সাহেবগঞ্জ-বাগদাফা‌র্মে বাপ-দাদার জ‌মি ফের‌তের দা‌বি‌তে আ‌ন্দোলনরত আ‌দিবাসী-বাঙ্গালী‌দের উপর সন্ত্রাসী ও পু‌লি‌শি হামলার নিন্দা ও প্র‌তিবাদ জানান। বক্তারা অ‌বিল‌ম্বে আ‌দিবাসী‌দের উপর পু‌লি‌শি হয়রা‌নি, মিথ্যা মামলা প্রত্যাহার ও বাপ-দাদার জ‌মি ফের‌ত দেয়ার জোর দা‌বি জানান।

Back to top button