আঞ্চলিক সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাপ-দাদার জমি ফেরতসহ আসামিদের গ্রেফতারের দাবিতে সাঁওতাল আদিবাসীদের মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাপ-দাদার জমি ফেরতসহ আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সাঁওতাল আদিবাসীরা। সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের কাটামোড় নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী সুবল হেমরম বলেন, সাহেবগঞ্জ-বাগদা ফার্মের বাপ-দাদার জমি রক্ষার দাবিতে আন্দোলন করতে গিয়ে আমাদের তিনজন নিহত হয়েছেন।
আগুন দিয়ে পুরিয়ে দেওয়া হয়েছে প্রায় দুই হাজার ঘরবাড়ি। আবার পাল্টা আমাদের নামে একাধিক মামলা হয়েছে। আমরা সব মামলায় জামিনে মুক্ত আছি। সাঁওতালদের পক্ষে সংশ্লিষ্ট ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার আসামিরা স্থানীয় প্রশাসনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন। অথচ পুলিশ প্রশাসন তাদের গ্রেফতার করছে না।

তিনি অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন- ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী সরকার, সদস্য আনতনি হেমরম, মো. স্বপন মিয়া, গোবিন্দগঞ্জ উপজেলা সিপিপির সভাপতি তাজুল ইসলাম, গাইবান্ধা সিপিপির নারী শাখা সম্পাদক সুপ্রিয়া দেবসহ আরো অনেকে।

Back to top button