আঞ্চলিক সংবাদ
গণতান্ত্রিক যুব ফোরামের ডাকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে অবরোধ চলছে
ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের(ডিওয়াইএফ) ৪ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে ও পানছড়ি উপজেলায় সংগঠনটির ডাকে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল থেকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে দূরপাল্লার গণপরিবহন চলাচল করেনি। তবে কিছু কিছু এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের শুরু থেকে খাগড়াছড়ি-পানছড়ি ও পানছড়ি উপজেলায় এখনও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ির স্বর্ণিভর এলাকায় অবরোধের সংবাদ সংগ্রহকালে সংবাদকর্মীদের পুলিশ সদস্যরা লাঞ্ছিত করে।
এরআগে, ২০ অক্টোবর রাতে পানছড়ি উপজেলায় গণতান্ত্রিক যুব ফোরামের ৪ নেতাকে অস্ত্র সহ আটক করে পুলিশে সোর্পদ করে জনগণ। এঘটনার জন্য সংগঠনটি প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমার সংস্কারপন্থীদের দায়ী করছে।