জাতীয়

খালেদা জিয়ার জামিনঃ আপিল বিভাগের আদেশ সোমবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকবে কিনা সে বিষয়ে আগামীকাল সোমবার আদেশ দেবেন আপিল বিভাগ। রবিবার (১৮ মার্চ) সকালে খালেদা জিয়ার জামিন আদেশের পক্ষে-বিপক্ষে আপিল শুনানি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ সিদ্ধান্ত জানান।

জামিনের বিরুদ্ধে দুদক (দুর্নীতি দমন কমিশন) ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানি হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পক্ষ থেকে খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম। এরপর জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। শুনানি শেষে প্রথমে সাড়ে ১১টা পর্যন্ত আদালত মূলতবি রাখা হয়। পরে দুপুর ১২টায় এ সিদ্ধান্ত জানান আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ চার আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়

Back to top button