আঞ্চলিক সংবাদ

খাগড়াছড়ি মাটিরাঙ্গার বৌদ্ধ ভিক্ষুর ‍উপর হামলা

খাগড়াছড়িতে এক বৌদ্ধ ভিক্ষুর উপর হামলার খবর পাওয়া গেছে। আজ বিকালে খাগড়াছড়ির হাতিয়া পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

শিমু চাকমা নামের একজনের ফেইসবুকে স্ট্যাটাস থেকে জানা গেছে, আজ ৬ সেপ্টেম্বর বিকাল ৪ টায় পূর্ব খেদাছড়া আদর্শ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিনারক্ষী (৪৫)ভান্তে জেলার মাটিরাঙ্গা থেকে তার বিহারে যাওয়ার পথে হাতিয়া পাড়া স্থানে ২০/২৫ জন মুসলিম হামলা করে। হামলায় ভান্তের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়। এসময় হামলাকারীরা ভান্তের সাথে থাকা প্রয়োজনীয় জিনিস নষ্ট করে দেয় ।

হামলার কারণ হিসাবে মিয়ানমারের অভ্যান্তরীন সংঘাতের জন্যে এই হামলার ঘটনা হয়েছে মনে করছে বৌদ্ধরা।

সর্বশেষ তথ্য অনুযায়ী অজ্ঞান অবস্থায় ভান্তেকে মাটিরাঙ্গা হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।

এই হামলার প্রতিবাদে মাটিরাঙ্গার খেদাছড়ায় সন্ধ্যায় মানববন্ধন হয়েছে। এতে শতশত মানুষ উপস্থিত হয়ে, “ এটা বার্মা নয়, এটা বাংলাদেশ।” উল্লেখ করে উগ্র ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্রঃ দি বুড্ডিস্ট টাইমস

Back to top button