আঞ্চলিক সংবাদ
খাগড়াছড়ির জালিয়াপাড়া বাজারে আগুনে পুড়ল ২০ দোকান
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে আগুনে পুড়ে গেছে ২০ দোকান। শুক্রবার রাত ১১টার দিকে আগুনের এই ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মাটিরাঙ্গা ও রামগড় উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং সেনাবাহিনী, বিজিবিসহ স্থানীয়রা যৌথভাবে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে চালের আড়ত, ফার্মেসি, সারের দোকানসহ ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।