খাগড়াছড়ির গুইমারাতে বৌদ্ধ বিহারে ভাংচুরের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির নিন্দা
খাগড়াছড়ির গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের কুকিছড়া গ্রামে জেতবন বৌদ্ধ বিহারে হামলা ও বুদ্ধমূর্তি ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি। সংগঠনটির সভাপতি স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এটিকে জঘন্য, উস্কানিমূলক ও অসহিষ্ণু হামলা আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানান।
বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি গুইমারা উপজেলার সিন্দুকছড়া ইউনিয়নের চেয়ারম্যানের বরাত দিয়ে বলা হয়, গত ২২ অক্টোবর ২০১৮ রাত ১০ থেকে ২৩ অক্টোবর ভোর ৪ পর্যন্ত দুর্বৃত্তরা জেতবন বৌদ্ধ বিহার ও সাত ফুট উচ্চতার বুদ্ধমূর্তিটি ভাংচুর করে। দুএক বছর আগে নতুন করে এই বৌদ্ধবিহারটি নির্মান করা হয়।
বিজ্ঞপ্তিতে, বৌদ্ধ ধর্মীয় স্থাপনায় হামলায় জড়িতদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অপরাধ করে ‘দায়মুক্তি পাওয়ার’ সংস্কৃতি থেকে পার্বত্য চট্টগ্রাম ও এই অঞ্চলের মানুষদের মুক্ত করার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি দাবী জানানো হয়।