খাগড়াছড়িতে সেটেলার কর্তৃক গাড়িতে হামলাঃ আহত ৮ পাহাড়ি
আঞ্চলিক পরিষদ সদস্য থৈম্রাচিং চৌধুরীর দাহক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে পিক আপ গাড়িতে করে রামগড় যাবার পথে খাগড়াছড়ি সদরের বাস টার্মিনালে সেটেলারদের হামলায় যাত্রী ও ড্রাইভারসহ ৮ জন আহত হয়েছে। গতকাল বুধবার (৭ জুন) সন্ধ্যা ৬:২০টার দিকে এই হামলা ঘটে।
৬ জুন দুপুরের দিকে আঞ্চলিক পরিষদ সদস্য থৈম্রাচিং চৌধুরী মারা যান। তার বাড়ি রামগড়ের মাস্টার পাড়ায়। আজ বৃহস্পতিবার তার দাহক্রিয়া অনুষ্ঠিত হবে। উক্ত দাহক্রিয়া অনুষ্ঠানে গোলাবাড়ির রাজ্যমনি পাড়া থেকে লাল নিশান লাগিয়ে তার আত্মীয়স্বজন রামগড়ে যাচ্ছিলেন। যাবার সময় খাগড়াছড়ি বাস টার্মিনালে আসলে বেশ কয়েকজন সেটলার কোনো উস্কানী ছাড়াই উক্ত গাড়িতে আক্রমণ করে। এতে গাড়ির ড্রাইভার রেনদি বা মিন্টু মারমা ও মংশা মারমা গুরুতর আহত হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
বাকি আহতরা হলো- চৈশাপ্রু মারমা(৪৫), মিসেস পাইকোয়াই মারমা(৫৫), চিংবেই মারমা(৩০), রাবেই মারমা(৩২), সিংম্রাচাং মারমা ও আওবাই মারমা। আওবাই মারমাকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে এই হামলার পরে বাস টার্মিনাল এলাকায় জীপ সমিতি ও পিকাপ সমিতি বৈঠকে বসেছে।