খাগড়াছড়িতে সাবেক ইউপি সদস্যসহ তিনজনের বিরুদ্ধে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ
![](https://ipnewsbd.net/wp-content/uploads/2018/11/ip-1.jpg)
খাগড়াছড়ির মাটিরাঙায় অষ্টম শ্রেণীর এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (২০ নভেম্বর) ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ির মাটিরাঙার বটতলী এলাকায় কিশোরীকে বাড়ি থেকে তুলে এনে পাশের ধানক্ষেতে ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার কিশোরী ধর্ষককে চিনতে পেরেছেন বলে জানা যায়। অভিযুক্তরা হচ্ছে তাইন্দং ইউপির সাবেক ইউপি সদস্য মো. আব্দুস ছামাদ(৫৫), আব্দুল হামিদ(৩৩)। তাদের সাথে আরো একজন ছিলো।
২০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের অন্যান্য সদস্যরা খোঁজাখুঁজি করলে তাকে পার্শ্ববর্তী ধানক্ষেতে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। পরেরদিন সকালে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত ডাক্তার সুবল জ্যোতি চাকমা জানায় বুধবার সকালে কিশোরীকে তার আত্মীয় স্বজনেরা ভর্তি করিয়েছেন। পুলিশের কাগজপত্র পাওয়ার পর পরীক্ষানিরীক্ষা শুরু হবে বলে জানান তিনি।
মাটিরাঙা থানার ওসি সৈয়দ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।