জাতীয়
খাগড়াছড়িতে দুই দিনব্যাপী হেডম্যান-কার্বারি সম্মেলন
নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়িতে শুরু হয়েছে দুই দিনব্যাপী হেডম্যান কার্বারি সম্মেলন। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে খাগড়াছড়ি টাউন হলে সম্মেলনের উদ্বোধন করেন মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শতরুপা চাকমা, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, ঝুমা দেওয়ান প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা হেডম্যান কার্বারিদের বেতন বৃদ্ধি, অফিস স্থাপনসহ তাদের আধুনিকায়ন করার দাবি জানান। দুই দিনব্যাপী এ সম্মেলন শুক্রবার শেষ হবে।