অন্যান্য

খাগড়াছড়িতে ত্রিপুরা শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় নারীপক্ষের নিন্দা ও প্রতিবাদ

গত ২৮ জুলাই খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার নয় মাইল এলাকায় পূর্ণা ত্রিপুরা(কৃত্তিকা) কে ধর্ষণের পর হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারীপক্ষ। আজ এক প্রতিবাদ বিবৃতিতে সংগঠনটি ঘটনার সাথে যুক্ত প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে বিচারের জোর দাবিও জানায়।

নারী পক্ষের বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনায় আমরা ভীষণ ক্ষুদ্ধ, উদ্বিগ্ন ও মর্মাহত। প্রতিদিন দেশব্যাপী একের পর এক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। দেড় বছরের শিশু থেকে সত্তুর বছরের বৃদ্ধ; সংখ্যাগুরু-সংখ্যালঘু, ধনী-দরিদ্র, উচ্চবিত্ত-মধ্যবিত্ত, সকল শ্রেণী-পেশার নারী ও শিশুই এই নৃশংসতার শিকার হচ্ছে। নারী মাত্রই পুরুষের অধস্তন এবং ভোগ্যবস্তু- এই দৃষ্টিভঙ্গি ও আচার আচারন এবং দেশে আইনের শাসনের প্রচন্ড অভাবেই এই সহিংসতা মহামারি আকার ধারণ করেছে।’

বিবৃতিতে বলা হয়, এই অবস্থা নিরসনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠাসহ অপরাধ, অপকর্ম দূর করতে নারীপক্ষ সরকারের সর্বমহলে বারবার জোর দাবী জানিয়ে এসেছে। কিন্তু সরকারের দিক থেকে দৃশ্যমান কোন উদ্যোগ না থাকাকে দুঃখজনক বলে অভিহিত করেছে নারীপক্ষ। সংগঠনটি এ ব্যাপারে সরকারের গভীর মনোযোগের আহবান জানান।

নারীপক্ষের হয়ে আন্দোলন সম্পাদক ফরিদা ইয়াছমিন বিবৃতিতে স্বাক্ষর করেন।

Back to top button