জাতীয়
কোটা পুনর্বহালের দাবিতে নদ্দা বিশ্বরোড অবরোধ

আদিবাসীদের জন্য ৫% আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে আজ নদ্দা বিশ্বরোড অবরোধ করেছে নর্দ্দা কালাচাঁদপুর এলাকার আদিবাসী জনগণ। একদিন আগে ঘোষণা দিয়ে তারা আজ এ অবরোধ কর্মসূচি পালন করেছে। অবরোধ কর্মসূচি থেকে জানানো হয়, দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে।
আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের ডাকে আজ বিকেল ৩ টায় কালাচাঁদপুরের জনগণ নর্দ্দা ওভার ব্রিজ এর নিচে অবস্থান নেয়। এরপর নর্দ্দা বিশ্বরোড অবরোধ করে কোটা পুনর্বহালের দাবি জানান।
অবরোধে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের ছাত্রনেতারা জানান, আজকের এই অবরোধ কর্মসূচি একটি প্রতীকী অবরোধ, দাবি মানা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।