অন্যান্য

কোচ আদিবাসী ইউনিয়ন শেরপুর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:শেরপুর জেলা কোচ আদিবাসী ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ শুক্রবার শেরপুর জেলা শাখার আয়োজনে ঝিনাইগাতীর রাংটিয়া কালি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক শ্রী রুয়েল চন্দ্র কোচের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনউদ্যোগ শেরপুরের সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ।

সাধারন সম্পাদক মিথুন কোচের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখা সভাপতি জনাব শ্রী দেবাশীষ ভট্টাচার্য, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কোচ বিশ্বজিৎ সরকার, সহ সভাপতি গৌর কোচ, সহ সভাপতি নিশিকান্ত কোচ, কোচ পরিমল বর্মন প্রমূখ।
সম্মেলনে আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি কোচ আদিবাসী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঐতিহ্যগত নাচ-গানে মূখরিত ছিলো পুরো অনুষ্ঠান।

সম্মেলন শেষে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ৪ সদস্য বিশিষ্ট কমিটির নব নির্বাচিতরা হলেন সভাপতি শ্রী রুয়েল চন্দ্র কোচ, সহ সভাপতি পরিমল কোচ, সাধারন সম্পাদক মিথুন কোচ, সাংগঠনিক সম্পাদক রমেশ কোচ প্রমুখ।

বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন শেরপুর জেলা শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন, বর্মন ছাত্র পরিষদ শুভেচ্ছা প্রদান করেছে।

Back to top button