আন্তর্জাতিক

কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচন বাতিল ঘোষণা সুপ্রিম কোর্টের

একটি অভূতপূর্ব পদক্ষেপে কেনিয়ার সুপ্রিম কোর্ট দেশের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল বাতিল করে দিয়েছে। এর ফলে, আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।

আদালতের রায়ে বলা হয় দেশের নির্বাচন কমিশন অগাস্ট মাসের আট তারিখের নির্বাচনে অনিয়ম করেছিল। আদালত বলে, অনিয়মের ফলে নির্বাচনের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধান বিচারপতি ডেভিড মারাগা বলেন নির্বাচন কমিশন দেশের আইনের সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হয়েছে।

নির্বাচনে পরাজিত প্রার্থী রাইলা ওডিঙ্গার নেতৃত্বাধীন বিরোধী জোট বলছে ভোটে ব্যাপক জালিয়াতি হয়েছে। ভোটের শেষে নির্বাচন কমিশন দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাকে প্রায় ১৪ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী ঘোষণা করেছিল।

Back to top button