আঞ্চলিক সংবাদ

কুলাউড়ায় পুঞ্জিতে পান ও গাছ কেটে দিল চা বাগান কর্তৃপক্ষ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার খাগড়াছড়া খাসি ও গারো পুঞ্জিতে গারো ও খাসিদের অন্যতম আয়ের উৎস জুমের পান সহ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে রেহানা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরেই চা বাগান কর্তৃপক্ষ খাসি এবং গারোদের উচ্ছেদের ষড়যন্ত্র করে চলেছে। স্থানীয় খাসি ও গারোরা উচ্ছেদ আতংকে বসবাস করছে বলেও জানিয়েছেন। ক্ষতিগ্রস্থ আদিবাসীরা তাদের ক্ষতিপূরণসহ পান জুম ও গাছ হত্যাকারী রেহানা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পান জুম এবং গাছ কাটার প্রতিবাদে নিন্দা ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ,খাসি স্টুডেন্ট’স ইউনিয়ন ও বাংলাদশ আদিবাসী যুব ফোরাম।

Back to top button