আঞ্চলিক সংবাদ

কিশোরী ধর্ষণের বিচার দাবিতে রাজশাহীতে পিসিপির মিছিল ও সমাবেশ

রাঙ্গামাটির বিলাইছড়িতে সেনাসদস্য কর্তৃক মারমা কিশোরী ধর্ষণের প্রতিবাদ ও যথাযথ বিচারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,রাজশাহী মহানগরের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ বুধবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
অরুন বিকাশ চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দীপন চাকমা, স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক রাসেল চাকমা।
প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাকিল হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আল আমীন প্রধান,বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি মনির এবং আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকূল পাহান।
এছাড়াও উপস্থিত ছিলেন পাহাড়ী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ, সাধারণ পাহাড়ী ছাত্র-ছাত্রীবৃন্দ।
সমাবেশে অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেপ্তার করে, ষথাযথ শাস্তি প্রদানের দাবি জানানো হয়। পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত এবং পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে অপারেশন উত্তোরণ নামে বলবৎ সেনাশাসন প্রত্যাহারের দাবি জানানো হয়।

Back to top button