শিল্প ও সংস্কৃতি
কিংবদন্তী সংগীতশিল্পী লাকী আখন্দ আর নেই
কিংবদন্তী সংগীতশিল্পী লাকী আখন্দ আর নেই। আজ শুক্রবার ২১ শে এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৬ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। টানা আড়াই মাস হাসপাতাল জীবন শেষে গত সপ্তাহে আরমানিটোলার নিজ বাসায় ফিরেছিলেন এই শিল্পী । আজ শুক্রবার দুপুরের পর তার শরীরের অবনতি ঘটে। দ্রুত নিয়ে যাওয়া হয় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যা সাড়ে ছটার দিকে তিনি না ফেরার দেশে চলে যান বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
১৯৫৬ সালের ১৮ জুন জন্ম নেওয়া এই কিংবদন্তী সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক রেখে গেছেন অগণিত শ্রোতা এবং ভক্ত। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে তার প্রথম এ্যালবাম ‘লাকী আখন্দ’ প্রকাশ হয়। তিনি ব্যান্ড দল হ্যাপী টাচের সদস্য ছিলেন। নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা, আমায় ডেকোনা সহ অনেক বিখ্যাত গান তিনি গেয়েছিলেন।