অন্যান্য

কাল বিশ্ব ডিম দিবস; প্রতিটি ডিম বিক্রি হবে ৩ টাকা দরে

আগামীকাল ১৩ই অক্টোবর শুক্রবার বিশ্ব ডিম দিবস। বিশ্বের আরও ৪০ টিরও বেশি দেশের সাথে বাংলাদেশও এই দিবসকে উদযাপন করবে।
বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট এ ডিম মেলার আয়োজন করা হবে। বিশ্ব ডীম দিবস উপলক্ষ্যে বিশেষ ছাড়ে ডিম বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছে। আয়োজকরা জানিয়েছে, কাল সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রতি পিস ডিম ৩ টাকা দরে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি হবে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করছে।

বিপিআইসিসির সভাপতি মসিউর রহমান জানান, সারা দেশে ডিম দিবসকে বর্ণাঢ্যভাবে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ধাকাসহ সব বিভাগীয় শহরে বিপিআইসিসি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসটি উপলক্ষে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে বিনামূল্যে ডিম বিতরন করা হবে।

ঢাকায় কাল সকাল সাড়ে ৯ টায় খামাড়বাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মানিক মিয়া হয়ে ঘুরে আসবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

Back to top button