কাবুল বিশ্ববিদ্যালয়ে বোমা হামলায় নিহত ৬, আহত ২৭

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের মূল দরজার সামনে এক বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২৭ জন শিক্ষার্থী। কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
২০০১ সালে মার্কিন আগ্রাসনে আফগানিস্তানে উৎখাত হয় তালেবান সরকার। তারপর থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের সমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে সশস্ত্র গোষ্ঠীটি। দীর্ঘ যুদ্ধ অবসানে গত বছরের জুনে কাতারে তালেবান বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র।দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে শান্তির রোডম্যাপে সম্মত হয়েছে তালেবান বিদ্রোহী ও যুক্তরাষ্ট্র।
তবে এরপরও দেশটিতে সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। এর কয়েকঘণ্টা আগেই কান্দাহারে পুলিশ দফরের সামনে দুটি গাড়িবোমা হামলা চালিয়েছিলো তালেবান সদস্যরা। সেই হামলায় অন্তত ১২ জন নিহত হন। আহত হন ৮০ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মায়ার বলেন, বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত ২৭ জনের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। তাদেরকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিস্ফোরণের পর একটি গাড়িতে আগুন লেগে যায়। কারণে সেখানেও বোমা লাগানো ছিলো।
কাবুল পুলিশের মুখপাত্র ফারামারাজ ফিরদাউস বলেন, ঘটনাস্থলে পুলিশ আরেকটি বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
Source: Banglatribune.com