অন্যান্য

কাপ্তাইয়ে স্থাপিত হচ্ছে সৌরবিদ্যুৎ কেন্দ্র

রাঙ্গামাটি কাপ্তাইয়ে সাত দশমিক চার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এশিয়ান উন্নয়ন ব্যাংক- এডিবির সহযোগিতায় প্রায় ৭৭ কোটি টাকায় এই প্রকল্প বাস্তবায়ন করবে চীনের জেডটিই করপোরেশন।
রোববার বিদ্যুৎ ভবনে এ বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন পিডিবির সচিব মাসুদুজ্জামান ও জেডটিই করপোরেশনের প্রকল্প বাস্তবায়ন বিষয়ক পরিচালক লি উই।
পিডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ১০ শতাংশ সৌরশক্তি থেকে পাওয়ার প্রযুক্তি স্থাপন রেছে পিডিবি। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে।
পিডিবির তথ্য অনুযায়ী, আগামী আগস্ট মাস থেকে অবকাঠামো নির্মাণ কাজ শুরু করবে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান জেডটিই। এক বছরের মধ্যে কাজ শেষ করবে তারা।
প্রকল্পটির মেয়াদকাল ২৫ বছর। এই কেন্দ্রেপ্রিতি কিলোওয়াট বিদ্যুতের উৎপাদন খরচ পড়বে ৫ টাকা ৪৮ পয়সা। আগামী বছর আগস্টে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছেন পিডিবি কর্মকর্তারা।

Back to top button