আঞ্চলিক সংবাদ

কাপ্তাইয়ে নিরাপত্তা বাহিনীর তল্লাশি, জিনিসপত্র তছনছ

গত ২৩ ডিসেম্বর ২০১৭ দিবাগত রাত আনুমানিক ১২:৩০ টায় রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা সদরস্থ দীঘলছড়ি সেনা জোনের অধীন গাছকাবা ছড়া সেনাক্যাম্পের একদল সেনাসদস্য কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই ইউনিয়নের অন্তর্গত বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী গাছকাবা ছড়া গ্রামের বাসিন্দা শান্তি কুমার তঞ্চঙ্গ্যা (৩৫) পীং-অজ্ঞাত-এর বাড়ি ঘেরাও করে বাড়িতে প্রবেশ করে বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়।
জানা যায়, সেনাসদস্যরা বাড়িতে টাঙানো এম এন লারমার প্রতিকৃতি দেখে ‘ছবিটা কার? কীজন্য এটা রাখছ?’ বলে শান্তি কুমার তঞ্চঙ্গ্যার কাছে জানতে চায়। শান্তি কুমার তঞ্চঙ্গ্যা এম এন লারমার পরিচয় জানিয়ে তার প্রতিকৃতি সবাই বাড়িতে রাখে বলে জানায়। সেনাসদস্যরা শান্তি কুমার তঞ্চঙ্গ্যাকে তিনি জেএসএস (জনসংহতি সমিতি) করেন কিনা জানতে চাইলে শান্তি কুমার তঞ্চঙ্গ্যা স্থানীয় একটি বেসরকারী স্কুলে শিক্ষকতা করেন বলে জানান। এরপর সেনাসদস্যরা তল্লাশির নামে শান্তি কুমার তঞ্চঙ্গ্যার বাড়ির জিনিসপত্র তছনছ করে ও এম এন লারমার ছবি ছিড়ে দিয়ে চলে যায়।

Back to top button