আন্তর্জাতিক
কাতালান জুড়ে বিক্ষোভ : দুই স্বাধীনতাপন্থী নেতা কারাগারে
কাতালোনিয়ার দুই স্বাধীনতাপন্থী নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার স্পেনের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
তাদের কারাগারে পাঠানোর পরই বার্সেলোনায় কাতালানরা বিক্ষোভ করেছে। গতকাল জোর্দি সানচাজ এবং জোর্দি কুইক্সার্টকে কারাবন্দী করা হয়। তারা গত পহেলা অক্টোবরের স্বাধীনতা নিয়ে গণভোট আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্পেনের সাংবিধানিক আদালত গতকাল কেন্দ্রীয় সরকারের মতামতকেই সমর্থন দেয় এবং কাতালোনিয়ার গণভোটকে বাতিল করে দেয়। কাতালান নেতা চার্লস পুজদেমন স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর করলেও চূড়ান্ত ঘোষণা দেননি।
তথ্যসূত্রঃ বিবিসি।