আঞ্চলিক সংবাদ

কাঁকনহাটে সাঁওতালদের জাতীয় সেমিনার শুরু

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহীঃ গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভা মিলনায়তনে ১৬ জুন বৃহস্পতিবার থেকে সাঁওতাল আদিবাসীদের সামাজিক সাংস্কৃতিক, আচার অনুষ্ঠান ও বিশ্বাসের উপর ৩দিনব্যাপী জাতীয় সেমিনার শুরু হয়েছে। বাংলাদেশ সারনা ফাউন্ডেশন (বাসাফ) এর আহ্বায়ক গনেশ মার্ডির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডি, রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, আসুস এর নির্বাহী পরিচালক রাজকুমার শাও, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার, আদিবাসী নেতা লগেন মাস্টার, প্রাক্তন জেলা সমবায় অফিসার সূর্য হেমব্রম, আদিবাসী পরিষদ রাজশাহী মহানগরীর সভাপতি সুমিলা টুডু প্রমুখ। সেমিনারে আদিবাসী নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ আদিবাসী জনগণ যোগ দেন। উদ্বোধনী বক্তব্যে সভাপতি গনেশ মার্ডি বলেন আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও উৎসব রয়েছে। এইসব উৎসব ও সংস্কৃতি কালের বিবর্তনে আধুনিকতায় ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে। এছাড়াও আচার অনুষ্ঠানগুলো এখন আর তেমন পালিত হয়না। এসব সংস্কৃতি ও উৎসবগুলোর অনুসন্ধান, চর্চা ও পুনরুদ্ধার করার জন্য জাতীয় সেমিনার আয়োজন করা ছিল সময়ের দাবি। সুমিলা টুডু ধর্মকে ইস্যু না করে আদিবাসীদের ঐতিহ্যবাহী সকল প্রকার সংস্কৃতি ও আচার অনুষ্ঠান পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। বিমল চন্দ্র রাজোয়ার বলেন আদিবাসী সব ধরনের অনুষ্ঠান যথাযথভাবে লালন ও পালন করতে হবে। সেই সাথে সকল প্রকার সমস্যা চিহ্নিত করে সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে।
তানোর-গোদাগাড়ী আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী সেমিনার উদ্বোধন করার কথা থাকলেও প্রচণ্ড বৃষ্টির কারণে তিনি উপস্থিত হতে পারেন নাই। তবে অনুষ্ঠানের সমাপনী দিনে সংসদ সদস্য উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন। ৩দিনব্যাপী এই জাতীয় সেমিনারে আদিবাসীদের নাচ, গান, নাটকসহ অন্যান্য ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে ।

Back to top button