আঞ্চলিক সংবাদ

কলমাকান্দার হাজং নারী সম্পর্কে অশালীন মন্তব্য করে লেখার প্রদিবাদে মানববন্ধন

নেত্রকোনার কলমাকান্দায় হাজং নারীদের বিরুদ্ধে অশালীন ও অবমাননাকর মন্তব্য করে লেখা প্রকাশের প্রতিবাদে রবিবার হাজং সমপ্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ মানববন্ধন করে। উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদী পোস্টার, ফেস্টুন, ব্যানার হাতে দাড়িয়ে হাজং সমপ্রদায়ের লোকজন মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কমৃকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাবেক সভাপতি খগেন্দ্র হাজংয়ের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিতর্কিত লেখক সাঈদ কামালের বই বাজেয়াপ্ত ও প্রচলিত আইনে তাহার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বক্তব্য রাখেন আদিবাসী নেতা আশুতোষ হাজং, বিকাশ হাজং, নিরঞ্জন হাজং, অনুপ চন্দ্র হাজং, তুলশী হাজং, সুমন রায় বাবুল, সঞ্জিব হাজং, পল্টন হাজং, সজল হাজং, ও দোলন হাজং প্রমুখ।

মানববন্ধন কর্মসূচির আগে উপজেলার হাসানোয়াগাও গ্রামে আদিবাসী নেতা খগেন্দ্র হাজং বিতর্কিত লেখক আবু সাঈদ কামালের বিরুদ্ধে কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

Back to top button