খেলাধুলা

কম্বোডিয়াকে হারালো বাংলাদেশ

পাঁচ মাস পর মাঠে নেমেই বাজিমাত বাংলাদেশের। স্বাগতিক কম্বোডিয়াকে জেমি ডের দল হারিয়েছে ১-০ গোলে। একমাত্র গোলটি করেছেন রবিউল হাসান।

শুরু থেকে অ্যাক্রমনাত্মক বাংলাদেশ। একাধিক সুযোগ এসেছে। তবে কাজে লাগাতে পারেননি জীবন-মতিনরা। বিরতির পরেও ছন্দ ধরে রাখে বাংলাদেশ। একের পর এক আক্রমণে, কম্বোডিয়া ডিফেন্ডারদের কাঁপিয়ে দেন জনি-আনিসুররা। ৮৩ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় লাল সবুজ। জয়সূচক গোলটি করেন রবিউল হাসান।

ফিফা র‍্যাংকিংয়ে ২০ ধাপ এগিয়ে থাকা দলকে হারিয়ে র‍্যাংকিংয়ে উন্নতির আশা বেঙ্গল টাইগাররদের।

Back to top button