আঞ্চলিক সংবাদ
কক্সবাজার চৌফলদন্ডীতে বৌদ্ধ বিহারে হামলা
গত শনিবার রাত আনুমানিক ১২.০০ ঘটিকার সময় কক্সবাজার সদর উপজেলা ০৬নং চৌফলদন্ডী ইউনিয়নের ০১নং ওয়ার্ডে মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহার ধর্মীয় সীমা ঘরে অস্থায়ী বসবাসকারী রোহিঙ্গা বৌদ্ধ মূর্তি মুখে আগুন দেয়। আগুন দেয়ার সাথে সাথে স্থানীয় এক রাখাইন যুবক তাকে দেখে ফেলে। ফলে সে হামলাকারী পালিয়ে যায়। আজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ পরিদর্শনে আসেন এবং দায়িত্বরত পুলিশ বৌদ্ধ মূর্তিকে ধুইয়ে দিতে বলেন। পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন ০১ নং ওয়ার্ডে মেম্বার শ্রী উসাচিং রাখাইন। বর্তমানে কক্সবাজার জেলায় রাখাইনরা আতঙ্কে দিন কাটছে। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীরা সে হামলাকারী দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে যথাযথা শাস্তি দাবি জানান।