অন্যান্য

কক্সবাজারে হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজারের লাইট হাউস হোটেল-মোটেল জোনের কটেজ থেকে রান্নাত (২৪) নামে এক নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই রুমে বেশকিছু ইয়াবা পাওয়া যায়।

সকাল ১১টার দিকে সাজ্জাত কটেজের ১০৫ নাম্বার রুমের দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ওড়না প্যাচানো অবস্থায় এ লাশটি উদ্ধার করা হয়। এসময় রুম তল্লাসী চালিয়ে ৩০টি ইয়াবাসহ এক যুবকের মোবাইল ও মানিব্যাগ পাওয়া যায়। নিহত নারী ভোলার দক্ষিণ আইচা চর ফ্যাশন এলাকার ছলেমান মিয়ার মেয়ে।

কটেজ কর্তৃপক্ষ জানায়, আগের দিন রাতে রান্নাত ও এক যুবক স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রুমে ওঠে। পরের দিন সকালে ওই রুমের দরজা না খোলায় সন্দেহ লাগলে পুলিশকে খবর দেওয়া হয়। আর পুলিশ এসে এ ঝুলন্ত নারীর লাশ উদ্ধার করে।

কক্সবাজার সদর থানার (ওসি) মো. আসলাম হোসেন জানান, সকালে ওই কটেজের দরজা ভেঙ্গে রান্নাতের লাশ উদ্ধার করা হয়। এসময় ওই রুমে ৩০ টি ইয়াবা, যুবকের মানিব্যাগ ও মোবাইল পাওয়া যায়। প্রাথমিক ভাবে মনে হচ্ছে প্রেমের জের ধরেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। এছাড়া রান্নাতের আগে বিয়ে হয়েছিল এবং আজ ভোরে তিনি ফোন করে মায়ের কাছ থেকে শেষ বিদায় নেয়।

Back to top button