আঞ্চলিক সংবাদ

কক্সবাজারে বৌদ্ধ সম্প্রদায়ের মানববন্ধন

কক্সবাজার শহরের উইমাতারা ক্যাং এর অধ্যক্ষ’র উপর হামলাকারি দূর্বৃত্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ক্যাং এর জমির অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন।
রোববার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনোত্তর সমাবেশে রাখাইন সম্প্রদায়ের লোকজন এ দাবি জানান। পরে তারা কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের কাছে স্বারকলিপি প্রদান করেন।
রাখাইন সম্প্রদায়ের লোকজনের দাবি, উইমাতারা ক্যাং এর বেশকিছু জমি গত দেড়-দশক ধরে অবৈধ দখলদারদের দখলে রয়েছে। আদালতের নির্দেশ সত্বেও প্রশাসন রহস্যজনক কারণে দখলদারদের উচ্ছেদ করছে না। অবৈধ দখলদারদের ইন্ধনে রাখাইন দূর্বৃত্ত কর্তৃক উইমাতারা ক্যাং এর অধ্যক্ষ’র উপর হামলা চালানো হয়েছে।
মানববন্ধনে বক্তারা বৌদ্ধ ভিক্ষুর হামলাকারির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ক্যাং এর জমির অবৈধ দখলদারদের উচ্ছেদ করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং, ক্যাং পরিচালনা কমিটির সভাপতি মংছাচিং রাখাইন, প্রজ্ঞানন্দ ভিক্ষু ও মংথেন হ্লা রাখাইন প্রমুখ।

Back to top button