আঞ্চলিক সংবাদ

কক্সবাজারে পাহাড়ধসে শিশুসহ ৪ জন নিহতঃ আহত ৫

কক্সবাজারের কলাতলী এবং রামুতে পাহাড় ধসে শিশুসহ ৪জন নিহত হয়েছেন। আহত আরো ৫জন।

আজ মঙ্গলবার দিবাগত ভোর ৪টার দিকে শহরের লাইট হাউজ এলাকা এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস কর্মীরা জানান, রামুর চেইন্দায় এলাকায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের সায়মা (৫) ও জিহান (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মাটিচাপা পড়া অবস্থায় তাদের বাবা-মাকে উদ্ধার করা হয়েছে।

শহরের লাইট হাউজ এলাকায় পাহাড় ধসে শাহেদ (১৮) ও সাদ্দাম (২৮)নামে দু’জনের মৃত্যু হয়েছে। এখান থেকে আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের পাহাড়তলী, উখিয়া, টেকনাফেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে প্রবল বর্ষণে পাহাড় ধসে চট্টগ্রামের ৫ জেলায় দেড় শতাধিক মানুষ মারা গেছেন।

এরমধ্যে রাঙামাটিতে ১০৫ জন, চট্টগ্রামে ৩৬ জন, খাগড়াছড়িতে ১ জন, বান্দরবানে ৮ জন ও কক্সবাজারে ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে কর্মকর্তাসহ ৪ সেনা সদস্যও রয়েছেন। সেনা সদস্যরা উদ্ধার কাজ করতে গিয়ে নিহত হন।

Back to top button